Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলালিংকের বিরুদ্ধে অতিরিক্ত আইজিপির লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২২ ১৭:১৫

ঢাকা: কোনো কারণ ছাড়াই ব্যক্তিগত সিম সাত দিন ব্লক করে রাখার ঘটনায় মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) মো. নাজিবুর রহমান।

রোববার (১৭ জুলাই) নাজিবুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে সাত দিন কেন সিম ব্লক রাখা হলো আগামী ২১ জুলাইয়ের মধ্যে তার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে বাংলালিংকের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী আশরাফুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ড. নাজিবুর রহমান একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে অত্যান্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

দীর্ঘ কর্ম জীবনে তিনি বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর, বাংলাদেশ পুলিশ একাডেমির (সারদা, রাজশাহী) অধ্যক্ষ, সিআইডির ফরেনসিক ইউনিটের উপ মহাপরিদর্শক (ডিআইজি), ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার মিনিস্টার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক (ডিজি), খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (উত্তরা, ঢাকার) প্রধান, পুলিশের বিশেষ শাখার (এসবি) ট্রেনিং স্কুলের কমান্ডেন্ট, টাঙ্গাইলের মহেরায় অবস্থিত পুলিশ ট্রেনিং স্কুলের কমান্ডেন্ট, রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশের স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) কমান্ডেন্ট, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছরের ৯ অক্টোবর পিআরএলে গিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গত ৮ জুলাই নাজিবুর রহমানের ব্যক্তিগত ব্যবহৃত বাংলালিংকের মোবাইল সিম কোনো কারণ ছাড়াই ব্লক করে দেওয়া হয়। এরপর তিনি বাংলালিংক ও বিটিআরসির সঙ্গে যোগাযোগ করেও সিম চালু করতে ব্যর্থ হন। পরবর্তীতে গত ১৪ জুলাই দুপুরে সিমটি সচল হয়। সাত দিন সিম বন্ধ থাকার কারণে নাজিবুর রহমানের ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে বিঘ্ন ঘটেছে। একইসঙ্গে এই সাত দিন সিম বন্ধ থাকায় তার পরিবার, বন্ধুবান্ধব এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি খারাপ বার্তা প্রচার হয়। এই কারণে তিনি আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যা তিনি কখনই স্বায়ত্তশাসিত বা বেসরকারি অফিসের কাছ থেকে প্রত্যাশা করেন না।’

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফুল ইসলাম বলেন, ‘নাজিবুর রহমান তার সমগ্র কর্ম জীবনে অত্যন্ত সততা এবং আন্তরিকতার সঙ্গে দেশ ও জনগণের সেবা করেছেন। তিনি সম্প্রতি তার সেবা থেকে পিআরএল-এর জন্য গেছেন। এ ঘটনায় তিনি বুঝতে পেরেছেন যে, কোনো কারণ ছাড়াই তার মতো অনেক লোক কষ্ট পাচ্ছে। যেখানে তার এবং অন্যান্য নাগরিকের জন্য এটি তাদের মৌলিক অধিকার; যা বাংলাদেশের সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে। নাজিবুর রহমান তার নম্বর ব্লক করার কারণ অনুসন্ধান এবং তার মোবাইল নম্বর পুনরুদ্ধারের চেষ্টা করেও বিটিআরসি ও বাংলালিংকের কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা পেতে ব্যর্থ হন।’

আইনজীবী বলেন, ‘কোনো কারণ ছাড়া যেকোন ব্যক্তির মোবাইল সিম এক মুহূর্তের জন্যও কেউ বন্ধ করে রাখতে পারে না। আমার ক্লায়েন্টের সিম কোনো কারণ ছাড়া সাত দিন বন্ধ রেখে তার মৌলিক নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। কেন তার সিম বন্ধ রাখা হয়েছিল সাত দিনের মধ্যে তার ব্যাখ্যা জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। অন্যথায় এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

বাংলালিংক লিগ্যাল নোটিশ সিম ব্লক হাইকোর্ট

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর