Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবাসহ নারী ক্রিকেটার আটক


২২ এপ্রিল ২০১৮ ১৪:৩৮ | আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ১৪:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ১৪ হাজার ইয়াবাসহ এক নারী ক্রিকেটারকে আটক করেছে পুলিশ। নাজবীন খান মুক্তা (২৩) নামে ওই নারী কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন।

রোববার (২২ এপ্রিল) সকালে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকা থেকে মুক্তাকে আটক করে পুলিশ।

মুক্তা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি গ্রামের আবুল খায়ের কাজলের মেয়ে। বর্তমানে ঢাকার সেগুনবাগিচায় তাদের বাসা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, মুক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্রী ছিলেন। মাদকাসক্ত হওয়ার পর অনিয়মিত হয়ে পড়ায় তার ছাত্রত্ব বাতিল হয়। তিনি ঢাকা প্রিমিয়ার লীগ, মহিলা ক্রিকেট লীগে নিয়মিত অংশ নেন। মহিলা ক্রিকেট আনসার টিমের তিনি একজন নিয়মিত ক্রিকেটার।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে মুক্তা জানিয়েছেন,আগেও কয়েকবার তিনি কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা নিয়ে গেছেন। কক্সবাজারের নাহিদ নামে এক যুবকের কাছ থেকে মুক্তা নিয়মিত ইয়াবা সংগ্রহ করেন। ঢাকায় রিপন নামে আরেক যুবকের মাধ্যমে মুক্তা ইয়াবাগুলো বিক্রি করে। এছাড়া নিয়মিত বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে সে ইয়াবা সেবনও করে।

মুক্তার বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর