Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ৩৪৯টি পরিবার পাচ্ছেন পাকা ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২২ ১৯:০৬

টাঙ্গাইল: জেলায় ভূমিহীন ও গৃহহীন আরও ৩৪৯ পরিবার জমিসহ পাকা ঘর পাচ্ছেন। এর মধ্যে সদর উপজেলায় পাবেন ৭৫টি পরিবার। এর আগে দুই হাজার ৯৯৩টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের এ ঘর হস্তান্তর করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ( ২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের ঘর গুলো আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের কার্যক্রম উদ্বোধন করবেন। আজ বুধবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসক (ডিসি) ড. মো. আতাউল গনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে আতাউল গনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এরই অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় আরও ৩৪৯ ঘর প্রস্তুত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

তিনি আরও জানান, ইতিপূর্বে যে সকল গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। সেই সব আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও বৃক্ষরোপন করা হয়েছে। এছাড়াও তাদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ দিকে বন্যায় ভাঙনের শিকার হয়ে যে সকল মানুষ গৃহহীন ও ভূমিহীন হবে তাদেরও তালিকা প্রস্তুত করে জমিসহ ঘর নির্মাণ করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বাঘিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মতিয়ার রহমান মন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

টাঙ্গাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর