Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ


২২ এপ্রিল ২০১৮ ১৭:২৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে অভিযান চালিয়ে জব্দ করা ৮ টন জাটকা ইলিশ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেছে র‌্যাব।

রোববার (২২ এপ্রিল) সকাল ১১টায় যাত্রাবাড়ী, শনির আখরা, ডেমরা, ওয়ারী, কাঠেরপুল, সায়েদাবাদ ও ধলপুর এলাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এসময় দুস্থ ব্যক্তিরা জড়ো হলে তাদেরও দেওয়া হয়।

এদিন দুপুরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, র‌্যাবের কাছে তথ্য ছিল বিপুল পরিমাণ জাটকা ইলিশ যাত্রাবাড়ীতে নিয়ে আসা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে মৎস অধিদফতরের কর্মকর্তাদের সহযোগিতায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত শনিবার (২১ এপ্রিল) রাত ৯টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালায়। মো. রুবেল, মো. রিপন হোসেন, মো. জয়নাল আবেদীন, মো. ইসমাইল হোসেন, মো. সোলাইমান, মো. নূর আলম ও শ্রী প্রদীপ বর্মণ নামে সাত ব্যবসায়ীকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সারাবাংলা/ইউজে/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর