Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২২ ১৭:৩৩ | আপডেট: ২২ জুলাই ২০২২ ১৭:৩৪

পটুয়াখালী: কুয়াকাটায় সমুদ্র সৈকতে গোসলে নেমে নাহিয়ান মাহাদী নাফী (১৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকাল চারটার দিকে তার মৃত্যু হয়। মৃত নাহিয়ান ঢাকা জেলার বংশাল থানার মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সকালে নাহিয়ান তার পরিবারের ২৩ সদস্যের সঙ্গে কুয়াকাটায় এসে হোটেল সমুদ্র বাড়িতে ওঠেন। পরে আজ দুপুরে আড়াইটার দিকে তাদের সঙ্গে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নেমে নিখোঁজ হন। প্রায় আধা ঘণ্টা পর পরিবারের সদস্যরাই তাকে সাগর থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নাহিয়ান সাঁতার জানতো বলেও জানায় স্বজনরা।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

কুয়াকাটা কুয়াকাটা সৈকত পর্যটকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর