Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ২১:৩০

বাগেরহাট: মোংলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে ইয়ামিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ডের কবরস্থান রোডের দিগন্ত কলোনিতে এ ঘটনা ঘটে। শিশু ইয়ামিন ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, শনিবার সকালে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। একপর্যায়ে বাড়ির লোকজনের অগোচরে সে বাড়ির পাশেই নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের পানি থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়রা বলেন, ‘ঠিকাদারের কারণে শিশুটির মৃত্য হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। যাতে এভাবে আর কোনো শিশু মারা না যায়।’

স্থানীয় কাউন্সিলর জি এম আল আমিন বলেন, ‘বাচ্চাটি তার নানাবাড়িতে বেড়াতে এসেছিলো। খেলতে খেলতে একপর্যায়ে বাচ্চাটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে মারা যায়। এটি সম্পূর্ণ ঠিকাদারের অবহেলার কারণে হয়েছে। আমরা তাকে বারবার বলার পরও, তারা গাফিলতি করে কাজটি শেষ করেনি।’

ঠিকাদার বিসমিল্লাহ এন্টারপ্রাইজের এমডি মো. রাব্বি বলেন, ‘আমরা বৃষ্টির জন্য কাজটি করতে পারি নি। বৃষ্টি শেষ হলেই ওয়ালের কাজ ধরবো।’

মোংলা থানার তদন্ত (ওসি) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা নিয়ে আমরা তদন্ত করবো। তদন্ত করার পর আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

সারাবাংলা/এমও

মোংলা শিশুর মৃত্যু সেপটিক ট্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর