Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌন নির্যাতন প্রমাণিত, ঢাবির ১ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২২ ২০:৩০ | আপডেট: ৪ আগস্ট ২০২২ ২৩:০৪

ঢাকা: এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বহিষ্কারাদেশ পাওয়া ওই শিক্ষার্থীর নাম কবির আহমেদ। তিনি যোগাযোগ বৈকল্য বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘যৌন নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় যোগাযোগ বৈকল্য বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের শিক্ষার্থী কবির আহমেদকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’

অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় যৌন নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর