কিশোরীকে ‘ধর্ষণের চেষ্টা’, দা নিয়ে ধাওয়া করে রক্ষা
৭ আগস্ট ২০২২ ১৪:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা ও এতে সহায়তার অভিযোগে এক ব্যক্তি ও তার কথিত স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, টাঙ্গাইল থেকে এনে ওই কিশোরীকে বাসায় আটকে রেখে ‘পতিতাবৃত্তিতে’ বাধ্য করার চেষ্টা করেছিলেন তারা। এক রাতে ওই ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করলে কিশোরী দা নিয়ে ধাওয়া করে নিজেকে রক্ষা করে।
শনিবার (৬ আগস্ট) রাতে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় এক বাসায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধারের পাশাপাশি দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতার দু’জন হল— সাদিয়া আক্তার রুনা (১৯) ও মো. ফরিদ (২৮)। তাদের মধ্যে রুনার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল ও ফরিদের বাড়ি লক্ষীপুরের কমলনগর উপজেলায়। ফরিদ সিএনজি অটোরিকশা চালক।
উদ্ধার কিশোরীর বয়স ১৩ বছর। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় তার বাড়ি। সেখানে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
র্যাব-৭ এর হাটাহাজারী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘রুনা ও কিশোরী টাঙ্গাইলে পরস্পরের প্রতিবেশি এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। রুনা কিশোরীকে চট্টগ্রাম শহরে এনে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রস্তাব দিয়েছিল। রুনাকে বিশ্বাস করে কিশোরী বাসায় কাউকে কিছু না বলে গত ১ আগস্ট টাঙ্গাইল থেকে চট্টগ্রামে চলে আসে। ফরিদ বাস কাউন্টার থেকে নিজের অটোরিকশায় করে তাকে ছোটপুল এলাকায় একটি বাসায় নিয়ে যায়। বাসাটি রুনা ও ফরিদ স্বামী-স্ত্রী পরিচয়ে ওইদিনই ভাড়া নিয়েছিল।’
‘বাসায় পৌঁছার পর কিশোরীকে একটি কক্ষে রাখা হয়। দুইদিন পর রুনার কাছে ফরিদের পরিচয় জানতে চায় কিশোরী। রুনা তাকে স্বামী পরিচয় দিয়ে বাসায় অবস্থানের জন্য আশ্বস্ত করে। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় কিশোরী টাঙ্গাইলে ফিরে যাবার কথা বলে। কিন্তু তিনি যাতে ফিরতে না পারে সেজন্য রুনা তার টাকা পয়সা নিয়ে নিজের কাছে রেখে দেয়। কিশোরীর ভাষ্যমতে, গত ৩ আগস্ট রাতে ফরিদ তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু বটি নিয়ে ধাওয়া করায় ফরিদ পালিয়ে যায়।’
র্যাব কর্মকর্তা মাহফুজ জানান, মেয়ের সন্ধানে কিশোরীর বাবা ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপশি চট্টগ্রামে মেয়ের অবস্থান জানতে পেরে র্যাব-৭ বরাবর মেয়েকে উদ্ধারের আবেদন করেন। এর ভিত্তিতে ছোটপুল এলাকার একটি টিনশেড বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে রুনা ও ফরিদকে গ্রেফতার করা হয়।
তারা কিশোরীকে আটকে রেখে ধীরে ধীরে পতিতাবৃত্তিতে বাধ্য করার পরিকল্পনা নিয়েছিল বলে জানান র্যাব কর্মকর্তা মাহফুজ।
সারাবাংলা/আরডি/এনএস