Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পরিচয়পত্রে থ্যালাসেমিয়া রোগীর তথ্য যুক্ত করতে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ১৫:৩৬

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) থ্যালাসেমিয়া রোগীদের তথ্য সংযুক্ত করার বিধান তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৭ আগস্ট) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, গত ৩১ মে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তারও আগে গত ২৫ মে তিনি আইনি নোটিশ পাঠান।

আইনি নোটিশে এ রোগের ভয়াবহ থেকে মানুষকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রত্যেক নাগরিকের জাতীয় পরিচয়পত্রে থ্যালাসেমিয়া রোগ আছে কিনা মেডিকেল রিপোর্ট অনুযায়ী অপশন যুক্ত করতে দাবি করা হয়। নোটিশের জবাব না পেয়ে পরবর্তীতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

সারাবাংলা/কেআইএফ/একে

এইচবিইবি থ্যালাসেমিয়া রিট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর