Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল পণ্যবাহী ট্রাকে ফেনসিডিল ‘আমদানি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২২ ১৭:২২

যশোর: বেনাপোলে আমদানি করা পণ্যে মিললো নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিডিল ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের ওষুধ।

ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান স্মার্ট লাইফ ফুটওয়ার ইন্ডাস্ট্রিজ ৭ আগস্ট ‘মাইক্রোসেল পিটি’ নামে একটি পণ্য আমদানি করেন। যার দাম ৩৭ হাজার মার্কিন ডলার। চালানটির রফতানি প্রতিষ্ঠানের নাম এসএস ব্লু-কেম ইন্ডাস্ট্রি রাজস্থান ভারত।

ভারতীয় ট্রাক নং-ডাব্লিউ বি ৪১ই ০৯১৮ গাড়িটি সকালে বেনাপোল বন্দরে ঢোকে। কাস্টমস গাড়িটি বন্দর থেকে কাস্টম হাউজে এনে বিভিন্ন সংস্থার সামনে ৫৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল এবং বিভিন্ন ধরনের ওষুধ খুঁজে পায়। সুঁজুতি এন্টারপ্রাইজ নামক একটি সিএন্ডএফ এজেন্ট পণ্য চালানটি খালাসের আগেই কাস্টমের চোরাই পণ্য ভর্তি ট্রাকটি জব্দ করে।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, দীর্ঘদিন একটি চক্র আমদানি পণ্যবাহি ট্রাকে চোরাচালানের মালামাল পাচার করছে। গত ৩ মাসে এ ধরনের অনেকগুলো চালান আটক করা হয়েছে। ট্রাকের চালক, আমদানিকার এবং সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/এমও

আমদানি ফেনসিডিল বেনাপোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর