Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ আগস্ট বাম জোটের অর্ধদিবস হরতাল, ঘোষণা শুক্রবার

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২২ ২২:১৪

ঢাকা: জ্বালানি তেল ও সারসহ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সমাবেশে পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতাল ডাকতে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট।

আসছে শুক্রবার (১২ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে বাম জোট এই কর্মসূটি ঘোষণা করবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে। এই হরতালের সঙ্গে বাম ধারার রাজনৈতিক দলসহ প্রগতিশীল অন্যান্য রাজনৈতিক দলও একাত্মতা প্রকাশ করবে বলে জোটের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ৩টায় বাম গণতান্ত্রিক জোট ও ৯ বাম সংগঠনের নেতাদের যৌথ সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানেইএই হরতাল কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

হরতালের বিষয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার সারাবাংলাকে বলেন, ‘বাম গণতান্ত্রিক জোটের যৌথসভায় হরতাল কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস (সকাল ৬ টা থেকে ১২টা) পর্যন্ত সারাদেশে হরতাল পালন করা হবে। বামধারার নয়টি দল এই হরতাল কর্মসূচি যুগপৎভাবে পালন করবে।’

এদিকে, আজকের যৌথসভায় সমাবেশে পুলিশ ও সন্ত্রাসী পেটোয়া বাহিনী হামলা নিয়ে আলোচনা হয়। তাদের আলোচনায় উঠে আসে, বর্তমান সরকার ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করতে চাইছে। এর বিরুদ্ধে শ্রমিক-কৃষক-নিপীড়িত জাতিসত্ত্বা ও জনগণের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। দুঃশাসনের অবসান এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম আরও জোরদারে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আলোচনায় উঠে আসে।

সভায় যার যার অবস্থান থেকে জ্বালানি তেল-সারসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, জনজীবনের সংকট দূর করতে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানের লক্ষ্যে যুগপৎ আন্দোলন গড়ে তোলায় ঐক্যমত পোষণ করা হয়। বৈঠকে শাহবাগে ছাত্র-মিছিলে পুলিশ ও সন্ত্রাসী বাহিনীর হামলার নিন্দা ও ছাত্র নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এবং হামলাকারী পুলিশ ও সন্ত্রাসীদের বিচার দাবি করা হয়।

বিজ্ঞাপন

সভায় জ্বালানি তেল, পরিবহন ভাড়া, ইউরিয়াসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে, লোডশেডিং বন্ধ করা, বিদ্যুৎ খাতসহ চুরি দুর্নীতির বিচার, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা এবং পাচারের সাথে জড়িতদের বিচারের দাবিতে সারাদেশে সোচ্চার হওয়া এবং প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করার আহ্বান জানানো হয়।

সভায় সম্প্রতি বাস ডাকাতি এবং বাসসহ বিভিন্ন এলাকায় দলবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১৭ আগস্ট ঢাকায় ও সারাদেশে বিক্ষোভ সফল করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। একই দাবিতে আগামীতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানানো হয় সভা থেকে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৯ বাম সংগঠনের সমন্বয়ক জাফর আহমেদ, বাম গণতান্ত্রিক জোটের নেতা রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, মোশরেফা মিশু, মাসুদ রানা, বিধান দাস, মিহির ঘোষ, মোশাররফ হোসেন নান্নু, রাজেকুজ্জামান রতন, শাহীন রহমান, শহিদুল ইসলাম সবুজ, রুবেল শিকদার, ৯ বাম সংগঠনের নেতা ফয়জুল হাকিম, বেলাল চৌধুরী, নাসিরউদ্দিন নাসু, মাসুদ খান, মহিউদ্দিন চৌধুরী লিটন, বিপ্লব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

অর্ধদিবস ঘোষণা বাম গণতান্ত্রিক জোট হরতাল

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর