Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেলের দাম কমানোর পথ খুঁজছে সরকার

ঝর্ণা রায়, স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২২ ২২:৫৫

ঢাকা: বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম খানিকটা বেড়েছে। শুক্রবার (১২ আগস্ট) দুপুরে ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ৯৯ দশমিক ১১ ডলারে উঠেছে। যা একদিন আগে ছিল ৯৪ দশমিক ৩৬ ডলারে। আরেক অপরিশোধিত তেল ডব্লিউটিআইয়ের দাম ৯৩ দশমিক ৭৩ ডলার। এদিকে বাংলাদেশের বাজারে ডিজেল, পেট্রলসহ সব জ্বালানি তেলই বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার মধ্যেই জ্বালানির দাম বাড়ানোর প্রেক্ষাপট জনসম্মুখে তুলে ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভোক্তা পর্যায়ে তেলের দাম সহনীয় রাখার উপায় খুঁজছে সরকার।

বিজ্ঞাপন

জ্বালানি তেলের দাম সহনীয় রাখতে প্রস্তুতি নিতে শুরু করেছে জ্বালানি বিভাগ। পাশাপাশি নজর রাখছে আন্তর্জাতিক বাজারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভোক্তা পর্যায়ে তেলের দাম সহনীয় রাখতে আমদানি ভ্যাট, ট্যাক্স কমানোর চিন্তা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে জ্বালানি বিভাগ।

বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম গড়ে প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি ওঠানামা করছে ঠিক সে সময় বাংলাদেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সেখানে ডিজেল কেরোসিনে প্রতি লিটারে ৩৪ টাকা করে বেড়ে হয়েছে ১১৪ টাকা। অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকা। আর পেট্রলে ৪৪ টাকা বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩০ টাকা। দাম বাড়ানোর পর পর ভাড়া বেড়েছে গণপরিবহনে। বাস, লঞ্চের ভাড়া বাড়ানোর পর এখন সরকারি পরিবহন সেবা সংস্থা রেলের ভাড়া বৃদ্ধিরও চিন্তা করা হচ্ছে।

জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপ্রণ্যের বাজারে। তেলের দাম বাড়ানো নিয়ে দেশজুড়ে সরকারের বিরুদ্ধে সমলোচনার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে সবশেষ মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপট জনসম্মুখে তুলে ধরার নির্দেশ দিয়েছেন।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা প্রচারে উদ্যোগ নিতে যাচ্ছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে উপায় খোঁজা হচ্ছে কিভাবে দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়।

জানা যায়, এরইমধ্যে এ বিষয়ে উদ্যোগ নিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন- বিপিসি ও পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ।

বিজ্ঞাপন

জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে জানান, মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী জ্বালানির দাম বাড়ানোর প্রেক্ষাপট ব্যাখা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম আবার সমন্বয় করা যায় কি না সে বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। সে জন্য বিশ্ববাজারে তেলের মূল্য পরিস্থিতি নিবিড় নজরদারিতে রাখতে সংশ্লিষ্ট সরবরাহ প্রতিষ্ঠানকে বলা হয়েছে। আন্তর্জাতিক বাজারে সহনীয় পরিস্থিতিতে দাম নেমে এলে বাংলাদেশের বাজারেও তেলের দাম কমবে।

যদি এখন তেলের দাম কমানোর চিন্তা করা হয় তাহলে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে? এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে তেলের দাম কমানোর কোনো পথ নেই। তবে আমদানির ক্ষেত্রে ভ্যাট, ট্যাক্স কমানোর দিকগুলো বিবেচনায় নেওয়া যেতে পারে।

জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে অনেক বেশি ট্যাক্স ও ভ্যাট দিতে হয় রাজস্ব খাতে। ডিজেল, অকটেন ফার্নেস অয়েল, জেট ফুয়েল আমদানির ওপর কাস্টমস শুল্ক ও অন্যান্য কর বাবদ প্রায় ৩৪ শতাংশ কর দিতে হয় রাজস্ব বিভাগকে। যেমন ডিজেলের বর্তমান দাম প্রতি লিটার এখন ১১৪ টাকা এই টাকার ৩৬ টাকা দিতে হয় কর। বেশ কয়েকবার এই ভ্যাট ট্যাক্স কমানোর জন্য রাজস্ব বোর্ডের কাছে আবেদন জানানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে- বছর পেরিয়ে গেলেও জ্বালানি বিভাগের পাঠানো ওই আবেদনের কোনো জবাব দেয়নি এনবিআর।

বিপিসি সূত্রে জানা গেছে, গত ২০২০-২১ অর্থ বছরে ৯ হাজার কোটি টাকা রাজস্ব খাতে জমা করেছে বিপিসি। এখন জ্বালানি বিভাগ চায়, এই আমদানি কর কমিয়ে কীভাবে জ্বালানি তেলের দাম ভোক্তা পর্যায়ে সহনীয় রাখা যায়।

এদিকে ভোক্তা পর্যায়ে তেলের দাম বাড়ানোর পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণেই দেশের বাজারে তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন।

তিনি আবারও বলেছেন বর্তমান বিশ্ববাজার পরিস্থিতিতে তেলের দাম বাড়ানোর বিকল্প পথ ছিল না। তবে এটি সাময়িক। বাজার পরিস্থিতি অনুকূলে এলে তেলের দাম কমে যাবে।

বিশ্ববাজারে তেলের দাম বাড়তি থাকার কারণে গত ছয় মাসে বিপিসি লোকসান গুনেছে ৮ হাজার ১৪ লাখ টাকা। সব ধরনের তেলের দাম বাড়ানোর পরেও ডিজেলে লিটার প্রতি ৬ টাকা লোকসান দিতে হচ্ছে বলে বিপিসি জানিয়েছে।

আরও পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
তেলের দাম বাড়লে সবকিছুর দামই বাড়ে: অর্থমন্ত্রী
জ্বালানি তেলের দামবৃদ্ধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মানুষের ভালোর জন্যই জ্বালানি তেলের দাম বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী
আমাদের দেশে জ্বালানি তেলের দাম কম: তথ্যমন্ত্রী
তেলের দাম বাড়ার পেছনে যে যুক্তি দেখালো জ্বালানি বিভাগ
‘তেলের দাম বাড়ানো জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল’
জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি ও দারিদ্রের হার বাড়বে
প্রতিদিন লোকসান ৯০ কোটি টাকা, বাড়ছে জ্বালানি তেলের দাম

সারাবাংলা/জেআর/একে

আওয়ামী লীগ কোরোসিন জ্বালানি তেল জ্বালানি বিভাগ ডিজেল বিপিস সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর