বাম জোটের হরতালের সমর্থনে রংপুরে বিক্ষোভ
২৫ আগস্ট ২০২২ ১৫:৪১
রংপুর: জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারর (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুরে অর্ধদিবস হরতাল পালিত হয়। এ সময় বাম দলগুলো খণ্ড খণ্ড মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জোটের নেতারা সমাবেশ করে।
সরেজমিনে শহরের বিভিন্ন সড়কে দেখা যায়, হরতাল চলাকালে শহরের দোকানপাট তেমন একটা খোলা ছিল না। রাস্তায় যানবাহনও ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খোলেন স্থানীয়রা। এমনকি সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক হয়।
সমাবেশে রংপুর বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আব্দুল কুদ্দুস, বাসদ জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সিপিবি মহানগর সভাপতি সাজেদুল ইসলাম সাজু, বাসদ জেলা সদস্য-সচিব মমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) সদস্য-সচিব আহসানুল আরেফিন তিতুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম