Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনিরামপুর থেকে যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪১

যশোর: মনিরামপুর থানার ৭ নম্বর খেদাপাড়া ইউনিয়নে ইয়াসিন ড্রাইভার (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে এলাকার গালদা মানিকতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ইয়াসিন ওই গ্রামের মৃত মোতালেব বিশ্বাসের ছেলে।

গ্রামবাসী জানিয়েছেন, গালদা মানিকতলায় বাড়ির ভিতরে টিউবওয়েল পাড়ে ইয়াসিন নামে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ পড়ে পড়ে থাকতে দেখে মনিরামপুর থানায় সংবাদ দেন। তখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

যশোর পুলিশের মিডিয়া সেলের মুখপাত্র ওসি রূপন কুমার সরকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর নিশ্চিত করা যাবে।’

সারাবাংলা/এমও

মনিরামপুর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর