Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাজহারুল আনোয়ারের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২২ ০০:০১

ঢাকা: গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার (৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় ডিএনসিসি মেয়র বলেন, ‘খ্যাতিমান এই চলচ্চিত্র পরিচালক গান লেখাতেও সমান দক্ষতা দেখিয়েছেন। তার অনেকগুলো গান জনপ্রিয়তা পায়।’

জনপ্রিয় গানগুলোর জন্য তিনি অমর হয়ে থাকবেন উল্লেখ করে ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘আজ একজন সত্যিকারের শিল্পীর বিদায় ঘটেছে। যিনি তার মেধা দিয়ে আমাদের মুগ্ধ করে রেখেছিলেন।’

এ সময় তিনি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, ‘তার প্রস্থানে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। শিল্পাঙ্গণের মানুষ তার অনুপস্থিতি বহুদিন অনুভব করবে।’

উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সারাবাংলা/আরএফ/পিটিএম

গাজী মাজহারুল আনোয়ার ডিএনসিসি মেয়র শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর