Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২২ ১২:৫১

ঢাকা: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোরাল প্রাসাদে ৯৬ বয়সে মৃত্যুবরণ করেন। মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব গ্রহণকারী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৭০ বছরের রাজকার্য পরিচালনার অনন্য ইতিহাসের ইতি ঘটলো।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বংশানুক্রমে সিংহাসন পেলেও রাণী দ্বিতীয় এলিজাবেথ তার দীর্ঘ শাসনকালের পট এঁকেছেন নির্ভুলতার সঙ্গে। হাজার বছরের ব্রিটিশ সাম্রাজ্যে অনেক রাজা-রানির মধ্যে রানি দ্বিতীয় এলিজাবেথ কর্তব্যনিষ্ঠা ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে নিজেকে নিয়েছেন এক অনন্য উচ্চতায়।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রণে ১৯৮৩ সালের নভেম্বর মাসে রানি বাংলাদেশ সফর করেন, যা ছিল তার স্বাধীন বাংলাদেশে প্রথম সফর।’

বিরোধীদলীয় নেতা রানি দ্বিতীয় এলিজাবেথের আত্নার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ রাণী দ্বিতীয় এলিজাবেথ শোক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর