Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় পানির নিচে ২ হাজার মাছের ঘের

লোকাল করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২২ ১০:৩১

ছবি: সারাবাংলা

মোংলা (বাগেরহাট): জেলার মোংলা উপজেলায় লঘুচাপের প্রভাবে ৫ম দিনে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে গত ৪ দিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে উপজেলার প্রায় দুই হাজার মাছের ঘের ডুবে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, টানা চার দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে উপজেলার মিঠাখালী, চাঁদপাই, সুন্দরবন ও বুড়িডাঙ্গা ইউনিয়নের এক হাজার ৯২০টি মাছের ঘের তলিয়ে গেছে। এতে ভেসে গেছে এক কোটি টাকার মাছ।

ক্ষতিগ্রস্থ মাছ চাষিদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এ বিষয়ে মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, লঘুচাপের প্রভাবে ৫ম দিনে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনএস

মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর