Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৩

পটুয়াখালী: পটুয়াখালীতে প্রথম বারের মতো বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজের আয়োজনে র‌্যালি, সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এসময় পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ফয়জুল বাশারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন, কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউল করিম, ডা. সিদ্ধার্থ শঙ্কর দাসসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, ‘প্রতিটি মানুষের বাসস্থান ও শহরকে পরিচ্ছন্ন রাখা প্রয়োজন তাই প্রতিবছর দিবসটি পালিত হলেও পটুয়াখালীতে এই প্রথম। তাই কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ স্থানকে পরিচ্ছন্ন রাখায় উদ্বুদ্ধ করতে কলেজে এই আয়োজন করা হয়েছে।’

এছাড়া প্রতি মাসে এই কলেজ ক্যাম্পাসে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান বক্তারা।

সারাবাংলা/এমও

পটুয়াখালী পরিচ্ছন্নতা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর