Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে মাদকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৩

জয়পুরহাট : জেলার কালাইয়ে এক হাজার পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। কালাই থানার অফিসার ইনচার্স (ওসি) এস এম মঈনুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- কালাইয়ের হাজীপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে শাহারুল ইসলাম(৩০) ও ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মেহেদুল ইসলাম (৪০)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীপাড়া গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালায় পুলিশের একটা টিম।  এ সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ শাহারুল ও মেহেদুলকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

মাদক ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর