ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে বাস চলাচল বন্ধ
২১ সেপ্টেম্বর ২০২২ ২০:০১
বরিশাল : বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ধর্মঘট শুরু হয়। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন। আকস্মিক বাস ধর্মঘটের কারণে। তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে।
জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে বাস পার্কিং নিয়ে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঝালকাঠি-বরিশাল ও পটুয়াখালীর বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বাস ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারসহ কমপক্ষে ১০ জন আহত হন।
আহতরা হলেন, বাসচালক কালু হাওলাদার, সুপারভাইজার আবুল কালাম, হেলপার শাওন হাওলাদার, শ্রমিক সাগর ও জাহিদ প্রমুখ।
ঝালকাঠির বাস শ্রমিকদের দাবি, বরিশাল ও পটুয়াখালীর বাস শ্রমিকরা মিলে ঝালকাঠির এক বাস ড্রাইভারকে প্রথমে মারধর করেন। এর প্রতিবাদ করলে ঝালকাঠির ৬ বাস শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেন তারা। আহতদের বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, এ বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে।
সারাবাংলা/ইআ