শহিদ মিনার এলাকায় ট্রাকের ধাক্কায় ঝুট ব্যবসায়ী নিহত
২৩ সেপ্টেম্বর ২০২২ ১০:২৫
ঢাকা: রাজধানীর শহিদ মিনার এলাকায় ট্রাকের ধাকায় মোটরসাইকেল আরোহী সোহেল (৩৮) নামে এক ঝুট ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনা আহত হয়েছেন সালাউদ্দিন (৪০) নামে আরও একজন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার আহমেদ ভূঁইয়া জানান, রাতে পলাশী থেকে বকশিবাজারের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। আর বিপরীত দিক থেকে উল্টো রাস্তা দিয়ে একটি ট্রাক আসছিল। শহীদ মিনারসংলগ্ন রাস্তায় তখন ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দু’জনই রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সোহেল নামে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার রুস্তমপুর গ্রামে। সোহেলের বাবার নাম হাজী রওশন আলী। তারা দু’জন প্রতিবেশী। একসাথে গার্মেন্টসের ঝুট ব্যবসা করতেন।
পরিবারের মাধ্যমে জানা গেছে, গত রাতে সাভার থেকে মোটরসাইকেল নিয়ে দু’জন নারায়ণগঞ্জে ফিরছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন।
সোহেলের মরদেহটি ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। আর সালাউদ্দিনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/এমও