মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ অক্টোবর ২০২২ ১৮:৪৩
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদীখান উপজেলায় পৃথক সড়ক দুঘর্টনায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১ অক্টোবর) ভোরে জেলার সিরাজদিখান উপজেলার চালতিপাড়া গ্রামের এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান পরিবহন মালিক মো. আক্তার শেখ (২৭)।
মো. আক্তার শেখের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার মোসলেম হাটি গ্রামে। তিনি হামিম পরিবহনের মালিক।
হাষাড়া হাইওয়ে থানার এসআই মো. জহুরুল জানান, এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী সিএনজি স্টেশন থেকে মোটরসাইকেলের অকটেন নিচ্ছিলেন পরিবহন মালিক মো. আক্তার শেখ। এ সময় তিনি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। দ্রুতগতির একটি গাড়ি এ সময় তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
এদিকে শুক্রবার দিবাগত গভীর রাত ২টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল উল্টে গেলে চালক মো. ইমন (১৯) নিহত হন। তার বাড়ি নারায়ণগঞ্জ।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান রিবেন জানান, মাওয়াগামী দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেলের চালক ইমন।
এ ঘটনায় মোটর আরোহী শাহীন (১৮) আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সারাবাংলা/একে