Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২২ ১৪:৫১

ঢাকা: আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না বলে বিএনপির প্রতি কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে এ কথা বলেন তিনি।

বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের যেকোন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানিয়ে বলেন, ‘তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ উপযুক্ত জবাব দিবে।’

আওয়ামী লীগ সংযমী তবে রাজপথের সতর্কতায় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয় বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে। তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকে সীমাবদ্ধ। এ কথা বাংলাদেশের জনগণ ভালোই জানে।’

বাস্তবতার সাথে বিএনপি নেতাদের কোন সম্পর্ক নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মত বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।’

সারাবাংলা/এনআর/ইআ

ওবায়দুল কাদের টপ নিউজ বিএনপিকে হুঁশিয়ারি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর