Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানি ইয়েনের রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২২ ১৫:২৯

ঢাকা: জাপানি মুদ্রা ইয়েনের রেকর্ড দরপতন হয়েছে। বৃহস্পতিবার মুদ্রাটি ডলারের বিপরীতে ১৪৭.৬৬ হারে বিক্রি হয়েছে—যা ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন দর। তবে শুক্রবার ইয়েনের দর কিছুটা বেড়েছে। জাপানের অর্থমন্ত্রী শুনিচি সুজিকু জানিয়েছেন, মুদ্রার পতন ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ নিয়েছে সরকার।

গত মাসে ২৪ বছরের মধ্যে, অর্থাৎ ১৯৯৮ সালের পর সর্বনিম্ন হয়েছিল ইয়েনের দর। এরপর মুদ্রার মান স্থিতিশীল রাখতে জাপান সরকার ২০ বিলিয়ন ডলার খরচ করে। মুদ্রাবাজারে জাপান সরকারের এমন হস্তক্ষেপ বিরল। এর এক মাস না যেতেই বৃহস্পতিবার ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন দর স্পর্শ করে ইয়েন।

বিশ্লেষকরা বলছেন, মুদ্রাবাজারে হস্তক্ষেপ জাপানের মুদ্রাকে কোনো সুবিধা দেবে না, বরং জাপানের উচিত মুদ্রাব্যবস্থায় সংস্কার আনা। বিশেষ করে জাপানের নিম্ন সুদহার ইয়েনকে আরও দুর্বল করে দিচ্ছে। ইয়েনের দরপতন ঠেকাতে সুদের হার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা।

গত কয়েক মাস ধরে জাপানি মুদ্রা ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। বিশেষ করে ঐতিহাসিক মুদ্রাস্ফীতি সামাল দিতে মার্কিন ফেডারেল ব্যাংক ক্রমাগত সুদের হার বাড়াচ্ছে। ফেডারেল ব্যাংক অনুসরণ করে বিশ্বের অন্যান্য প্রধান প্রধান অর্থনীতিও সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতিতে লাগাম দেওয়ার চেষ্টা করছে। বিপরীতে জাপানের কেন্দ্রীয় ব্যাংক সুদের হারের ক্ষেত্রে অতি শিথিল আর্থিক নীতি অব্যাহত রেখেছে। এর ফলে ট্রেডাররা জাপান সরকারে বন্ড বিক্রি করে মার্কিন বন্ডের দিকে ঝুঁকছেন। এতে ইয়েন আরও দুর্বল হচ্ছে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

জাপানি ইয়েন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর