ঢাবিতে দুদিনব্যাপী ৮ম নৃবিজ্ঞান বিতর্ক উৎসব শুরু
২৭ এপ্রিল ২০১৮ ১৮:৩৬
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: ‘নিয়ম ভাঙার শুদ্ধ যুদ্ধে, জীবন চলুক যুক্তির নিয়মে’ এই স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হয়েছে দুদিনব্যাপী ৮ম নৃবিজ্ঞান বিতর্ক উৎসব।
শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের একটি রুমে আন্তঃসামাজিক বিজ্ঞান অনুষদের হেলথ ইকোনমিক্স ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের বিতর্কের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব।
‘ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স নৃবিজ্ঞান বিতর্ক উৎসব ২০১৮’ নামের এই উৎসবের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ডিবেটিং ক্লাব। এই উৎসবের মিডিয়া পার্টনার গাজী টেলিভিশন এবং অনলাইন পার্টনার সারাবাংলা ডটনেট।
হেলথ ইকোনমিক্স ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগসহ মোট ১৪ বিভাগ থেকে ১৪ টি দল এই পর্বে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করা অন্য বিভাগগুলো হলো শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন, ক্রিমিনোলজি, আন্তর্জাতিক সম্পর্ক, জাপানিজ স্টাডিজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, কমিউনিকেশন ডিজঅর্ডারস, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগ, পপুলেশন সাইন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার থাকবে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বারোয়ারি বিতর্ক।
‘ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স নৃবিজ্ঞান বিতর্ক উৎসব ২০১৮’ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে শনিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের রমেশচন্দ্র মজুমদার (আরসি) মজুমদার মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, নৃবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. ফারজানা বেগম প্রমুখ।
সারাবাংলা/টিআর/এমআইএস
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook