Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষা ৬ নভেম্বর: পরীক্ষার্থী ১২ লাখ ৩ হাজার ৪০৭

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২২ ১৩:৩৭

ঢাকা: আগামী ৬ নভেম্বর সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার ১২ লাখ তিন হাজার ৪০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৮৮ হাজার ৯১৮ জন ছাত্র এবং ৩৪ হাজার ১৩ জন ছাত্রী রয়েছেন।

বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেবে। কেন্দ্রের সংখ্যা দুই হাজার ৬৪৯টি। গত বছরের তুলনায় এবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে এক লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

শিক্ষামন্ত্রী জানান, এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌছাতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরে কেন্দ্রে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ রেজিস্টার করতে রাখতে হবে। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবারও ২০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ রাখা হয়েছে।

এবার বিদেশী আট কেন্দ্রে ২২২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।  ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না বলেও জানান তিনি।

ডা. দীপু মনি বলেন, ‘চলতি বছরে ৫৩ হাজার অনিয়মিত পরীক্ষার্থী কমে এসেছে। গত এসএসসি পরীক্ষায় যারা রেজিস্ট্রেশন করেছিলেন তারা প্রায় সকলে পরীক্ষা দিয়েছে। সেটা থেকে আমাদের মনে হয়েছে বাল্যবিয়ের বিষয়টি সামনে আসেনি। আমরা তা নিরুপণ করতে পারিনি কারণ পরীক্ষার্থী ঝরে পড়েনি।’

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে দু’টি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক বিষয়ে এবং ৪র্থ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে নম্বর কমিয়ে আনা হয়েছে। আগামী ৬ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে ২২ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/ইআ

এইচএসসি ও সমমান পরীক্ষা

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর