বগুড়ায় গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২২ অক্টোবর ২০২২ ১৬:২৯
বগুড়া: বগুড়ায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ ১৫ কেজি গাঁজা ও ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইহান ওলিউল্লাহ জানান, ২১ অক্টোবর (শুক্রবার) দিবাগত তার পৌনে ১২টায় বগুড়া সদরের রংপুর-ঢাকা মহাসড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেটকারের সিটের নীচ ১৫ কেজি গাঁজাসহ ফরহাদ আলী (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরহাদ কুড়িগ্রাম জেলা সদরের বানিয়াপাড়া চৌকিদারপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
এদিকে গোয়েন্দা পুলিশের আরেকটি টিম শুক্রবার রাত সাড়ে ৯টায় বগুড়ার সাজাপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের পূর্ব পাশের ফাঁকা জায়গায় থেকে ৫০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. সাজেল মাহমুদকে (৩০) গ্রেফতার করে।
সাজেল বগুড়া সদরের বাদুরতলা এলাকার মৃত বাবলু আকন্দের ছেলে।
ওসি মো. সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/ইআ