বিডিপি নামে নিবন্ধন চায় ‘জামায়াত’— অস্বীকার সভাপতির
২৬ অক্টোবর ২০২২ ১৮:৫২
ঢাকা: আদালতের রায়ে নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন করে অন্য নামে নিবন্ধন নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, নতুন নিবন্ধনের জন্য আবেদন করা দলটির নাম দেওয়া হয়েছে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। তবে দলটির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে।
এদিকে, ইসিতে নিবন্ধনের আবেদনের পর বিডিপি‘র সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। আশা করি, নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দেবে। আমরা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত হব।’
তিনি বলেন, ‘আমি দলের সভাপতি। আমার দলের জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হক। আমাদের দলের নাম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। আমাদের সঙ্গে নতুন প্রজন্ম আছে। আমরা আরেকটু অরগানাইজ হয়ে আপনাদের (সাংবাদিক) সঙ্গে সবকিছু শেয়ার করব।’
বিডিপি প্রধান বলেন, ‘আমাদের দলের সবাই তরুণ প্রজন্মের। এখানে কোনো যুদ্ধাপরাধী নেই। জামায়াতের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। আমি এখন কিছু বলতে চাই না। পরে বিস্তারিত বলব। বিষয়টি আমরা পরিষ্কার করব।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি নতুন দল, নতুন প্রজন্ম। বিভিন্নভাবে তাদের আমরা সংগ্রহ করেছি। তাদের নিয়ে আমরা কাজ করেছি। এখানে অন্য কোনো দলের লেজুড়বৃত্তি বা সহযোগিতা আমরা ফিল করি না। এখন যদি কেউ কিছু বলে সে বিষয়ে আমাদের কিছু বলার নেই।’
অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সংবিধান মেনে আমরা রাজনীতিতে এসেছি। বাংলাদেশের সংবিধানের প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। এবং সেটা লালন করেই আমরা রাজনীতি করি।’
তিনি জানান, মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম, বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছে তাদের নিয়েই দল করা হয়েছে।
অভিযোগ রয়েছে, জামাতের অনেকেই আপনাদের সঙ্গে সম্পৃক্ত— এর জবাবে তিনি বলেন, ‘না না। আমরা বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলব। যা আছে সব পরিষ্কার করে জানাব। আজ এ বিষয়ে আমরা কোনো কথা বলব না।’
আরেক প্রশ্নের জবাবে দলটির সভাপতি বলেন, ‘আমরা নিবন্ধনের জন্য এসেছি। নিবন্ধনের যতগুলো রিকোয়ারমেন্ট আছে সবগুলো ফুলফিল করেছি। আশা করি, নিবন্ধন পাব।’
জানা গেছে, বিডিপি‘র সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জামায়াতে ইসলামীর রাজধানীর ডেমরা থানার আমির এবং জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হক (নাঈম) ছাত্রশিবিরের বিদেশবিষয়ক সম্পাদক ছিলেন।
সারাবাংলা/জিএস/পিটিএম