দক্ষিণের ৪ জেলায় গোলাপি শোভাযাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত
৩০ অক্টোবর ২০২২ ২৩:৩০
ঢাকা: স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত গোলাপি সড়ক শোভাযাত্রার দ্বিতীয় দিন দক্ষিণের চার জেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সকালে শুরুতেই কুষ্টিয়া শহরের লাভলি সেন্টারে নারীদের বিনামূল্যে স্ক্রিনিংয়ের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এটি পরিচালনা করেন কমিউনিটি অনকোলজি সেন্টারের চিকিৎসক ডা. সারাবন তহুরা। এখানে ২২ থেকে ৪৮ বছর বয়সী ১৫জন নারীর শারিরীক পরীক্ষা করা হয়। এদের মধ্যে কারও মধ্যেই ক্যানসারের কোনো লক্ষ্মণ পাওয়া যায়নি।
পরে সকাল ১০টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যানসার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মো. হাবিবউল্লাহ তালুকদার রাসকীন।
এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন। ক্যানসারের লক্ষ্মণ, সচেতনতা, স্ক্রিনিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন।
স্তন ক্যানসার সচেতনতায় এবারের গোলাপি সড়ক শোভাযাত্রার মূল গুরুত্ব দেওয়া হয়েছে স্ক্রিনিংয়ের ওপর। কখন, কেন এবং কোন বয়সের নারীদের স্তন ক্যানসার আছে কি-না তা নিশ্চিত হতে স্ক্রিনিং করতে হবে সেটি সম্পর্কে সচেতন করা হচ্ছে।
দ্বিতীয় দিনের সড়ক শোভাযাত্রা কুষ্টিয়া শহর ও বিশ্ববিদ্যালয়ের পর কুষ্টিয়ার আরেক উপজেলা মিরপুরের আমলায় যায়। আমলা বাজারে স্থানীয় ক্যান্সারবিরোধী কর্মী ফরিদ ও অন্যান্যদের সঙ্গে নিয়ে কিছুক্ষণ ক্যাম্পেইন চালানো হয়। এরপর মেহেরপুর জেলার গাংনী উপজেলা বাজার, চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদহতে শেষ হয়।
গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজক ডা. হাবিবউল্লাহ তালুকদার রাসকীন বলেন, ‘স্তন ক্যানসার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। কিন্তু অধিকাংশ মানুষ লজ্জা ও সংশয়জনিত কারণে এই রোগ সম্পর্কে কথা বলে না। এমনকি নিজে নিজে পরীক্ষার বিষয়টিও জানে না। শহরে কিছুটা সচেতনতা আসলেও গ্রাম, উপজেলা ও জেলা পর্যায়ে এখনো মানুষ এটি সম্পর্কে জানে না। তাই অক্টোবর মাস ক্যানসার সচেতনতা মাসে এই গোলাপি সড়ক শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার কাজ করে থাকি।’
উল্লেখ্য, শনিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের আয়োজনে গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু হয় ঢাকার লালমাটিয়ায় অবস্থিত কমিউনিটি অনকোলজি সেন্টারের সামনে থেকে। প্রথমদিন পদ্মাসেতু পার হয়ে ফরিদপুরের শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও শহরে চলে সচেতনতা কর্মসূচি।
সারাবাংলা/আরএফ/পিটিএম