Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজের কোনো মানুষই অবহেলিত থাকবে না: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২২ ১৪:৪১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সমাজের কোনো স্তরের কোনো মানুষই অপাঙক্তেয় থাকবে না, অবহেলিত থাকবে না। তারা মানবেতর জীবনযাপন করবে না। এটাই আমাদের লক্ষ্য এবং আমরা সেটাই করে যাচ্ছি।’

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ত্রাণ ভাণ্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অনুদান গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের কবরী হলে আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় কম্বল ও শীতবস্ত্র দেওয়ার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তার সরকারের টানা মেয়াদে ক্ষমতায় থাকার ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘আজকে একটানা ১৪ বছর, দীর্ঘ সময়টা থাকাতে আজ অন্তত বাংলাদেশের উন্নয়নটা করতে পারছি। আল্লাহর রহমতে এই পরপর তিনবার থাকাতে, এখন উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ, একেবারে সর্বস্তরের বিভিন্ন মানুষ যে যেখানে আছে তাদের জীবনমান উন্নত করার ব্যবস্থা করে দিচ্ছি।’

প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধিরা ত্রাণভাণ্ডারে কম্বলসহ শীতবস্ত্র ও চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এসময় ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর