চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৫ সদস্য আটক
২৯ এপ্রিল ২০১৮ ১৪:৫৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৮ ১৫:১১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর ৫ সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৪টি জিহাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ এর অধিনায়ক লে.কর্ণেল মাহবুবুল আলম এসব তথ্য জানান।
তিনি সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে র্যাবের একটি বিশেষ দল শনিবার রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার বাজিতপুরে গোরস্থানের পাশে একটি আমবাগান ঘেরাও করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গোরস্থানের কাজে ব্যবহৃত টিনের ঘরের ভিতর থেকে অজ্ঞাতনামা ৫/৬ জন দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জেএমবির ৫ সদসকে আটক করা হয়।
আটকেরা হলেন, উপজেলার ধোবড়া এলাকার জিয়াউল হক জিয়া ওরফে আবির ওরফে রঞ্জিত (৩৮), শরিফুল ইসলাম (৩৪), বেলাদুল ইসলাম বেলাল (৫০), গোয়াবাড়ী চাঁদপুর এলাকার তৌফিকুল ইসলাম তৌফিক ডাক্তার(৩২), চাকলা এলাকার কামাল হোসেন (৩৫)।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৮০০ গ্রাম গান পাউডার, ৭৫ গ্রাম সোডা, ৪ টি জিহাদী বই ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকেরা জেএমবির সদস্য বলে স্বীকার করেছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান লে.কর্ণেল মাহবুবুল আলম।
সারাবাংলা/টিএম