তিতুমীর কলেজে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর উদ্যোগ
১৫ নভেম্বর ২০২২ ১৮:২৫
কাতার বিশ্বকাপ আরম্ভ হতে বাকি আর মাত্র পাঁচদিন। বহু আলোচনা-সমালোচনা ও বিতর্কের পর মাঠে গড়াতে যাচ্ছে ক্রীড়া জগতের অন্যতম জাঁকজমকপূর্ণ আসর। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে কাতার থেকে প্রায় ৪ হাজার দূরত্বের বাংলাদেশেও।
ফুটবলপ্রেমিরা প্রিয় দলের জার্সি,পতাকা কিনছেন এবং প্রিয় দলের পতাকা বাঁশের ডগায় বেঁধে সুউচ্চ ভবন কিংবা গাছের আবডালে উত্তোলন করছেন। তরুণ প্রজন্মের মধ্যে বড় পর্দায় খেলা দেখার জন্য পর্দা ও প্রজেক্টর কেনারও হিড়িক দেখা যাচ্ছে। এদিকে, ইতিমধ্যেই বড় পর্দা ও প্রজেক্টর পেয়েছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় ১৬ ফিট দৈর্ঘ্য ও ৮ ফিট প্রস্থ এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে এলইডি স্ক্রিনে দেখানো হবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ।
ক্যাম্পাসে বসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের সবগুলো খেলা উপভোগ করতে পারবে, খবরটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
এ বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, এটা অত্যন্ত আনন্দের বিষয় কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে কাতার বিশ্বকাপ উপভোগ করবে। আমি নিজেও খেলা দেখি আর আমাদের দেশে জনপ্রিয় দুটি দল ব্রাজিল এবং আর্জেন্টিনা। এ নিয়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখছি। সকল শিক্ষার্থীদের সুন্দর সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করার আহবান রইল।
বড় প্রজেক্টর পাওয়ার বিষয়ে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল বলেন, কিছুদিন পরই পুরো বিশ্ব মেতে উঠবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। সেই উন্মাদনা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। তিতুমীর কলেজের অধ্যক্ষ স্যারের অনুমতি নিয়ে আমরা তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ উদ্যাগী হয়ে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। বিশ্বকাপের এই উন্মাদনা সব শিক্ষার্থীরা এক সাথে বড় পর্দায় উপভোগ করতে পারবে এই প্রত্যাশা করছি।
এবিষয়ে তিতুমীর কলেজ ফুটবল ক্লাবের সভাপতি এম কে হাসান সবুজ বলেন, আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থী এবং যারা বিভিন্ন সামাজিক সংগঠন করেন সকলকে নিয়ে কাতার বিশ্বকাপ ২০২২ উপভোগ করার জন্য।
তিনি আরও বলেন, আমরা বাফুফেতেও আবেদন করেছি প্রজেক্টরের জন্য কিন্তু সেখান থেকে প্রজেক্টর পাবো কিনা জানিনা।তবে, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল ভাইয়ের হস্তক্ষেপে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছ থেকে ১৬ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থ প্রজেক্টর পেয়েছি। আমরা সকলে মিলে ক্যাম্পাসে বসে খেলা উপভোগ করার জন্য মুখিয়ে আছি।
এমন উদ্যোগে উল্লাস প্রকাশ করেছেন খেলাপ্রেমী সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, ফুটবল বিশ্বকাপের মত এত বড় একটি আসরে সকলের সাথে খেলা দেখতে পারার একটা আলাদা অনুভুতি থাকে। আমরা কম বেশি সবাই চাই অনেকজন মিলে নিজের পছন্দের দলের খেলা দেখতে। ব্যক্তিগত ভাবে আমার ইচ্ছা যেদিন আমার পছন্দের দল ব্রাজিলের খেলা থাকবে সেদিন করে টিএসসিতে গিয়ে বড় পর্দায় খেলা দেখে আসব। অনেক মানুষের ভিড়ে হৈ চৈ করে খেলা দেখার একটা আলাদা অনুভুতি। কিন্তু যখন জানতে পারলাম নিজের ক্যাম্পাসেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হবে তখন যেন এক আলাদা অনুভুতির জন্ম নিল। নিজ ক্যাম্পাসে নিজের সাপোর্ট করা দলের খেলা দেখা নিজের বন্ধুদের সাথে এ যেন আরেক ভালো লাগার সৃষ্টি।
সারাবাংলা/এস/এসএইচএস