গ্রিন লাইন পরিবহনের সেই চালক কারাগারে, তদন্ত প্রতিবেদন ২৯ জুন
২৯ এপ্রিল ২০১৮ ১৮:১৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর একটি রেন্ট-এ-কার কোম্পানির গাড়ি চালকের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি গ্রিন লাইন পরিবহনের চালক কবির মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রিমান্ড আবেদন নামঞ্জুর করে রোববার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদ হাসান আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এদিকে মামলার এজাহার হাতে পেয়ে একই আদালত আগামী ২৯ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
রেন্ট-এ-কার কোম্পানির গাড়ি চালক রাসেল সরকার (২৩) ভাড়া নামিয়ে শনিবার (২৯ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। মেয়র হানিফ ফ্লাইওভারে পৌঁছালে গ্রিন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। পরে গাড়ি থামিয়ে বাসের সামনে দাঁড়িয়ে চালককে নামতে বলেন রাসেল। এতে তাদের দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা। এক পর্যায়ে গ্রিন লাইন পরিবহনের চালক বাস চালানো শুরু করেন। রাসেল পাশে সরতে গিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে আটকে গেলে তার পায়ের ওপর দিয়েই বাস চালিয়ে দেন কবির। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারী মাশরুর ও সোহাগ মোটরসাইকেল নিয়ে বাসের পিছু নেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে চালককে ধরে থানায় সোপর্দ করেন।
ওই রাতেই রাসেলের বড় ভাই মো. আরিফ সরকার মামলা দায়ের করেন।
এবার পা হারালেন প্রাইভেটকার চালক
সারাবাংলা/এআই/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook
গ্রিন লাইন পরিবহন চালক কবির পা হারানো রাসেল রেন্ট-এ-কার সড়ক দুর্ঘটনা