আখাউড়ায় রেলের উচ্ছেদ অভিযান
২৪ নভেম্বর ২০২২ ১৭:৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় এ অভিযান চালায় তারা। এসময় তিনটি পাকা স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ক্ষতিপূরণ না দিয়ে উচ্ছেদ অভিযান চালানোর প্রতিবাদে এক ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে ওই পরিবারের সদস্য আরাফাত আলম ভূঁইয়া বলেন, ‘আখাউড়া-লাকসাম রেললাইন প্রকল্পে আমার বাসস্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ক্ষতিপূরণ পাইনি। বিষয়টি ফায়সালার জন্য গত ৮ ডিসেম্বর আমি হাইকোর্টে রিট করেছি।’
‘বুধবার (২৩ নভেম্বর) বিকেলে আমাকে মৌখিকভাবে জানানো হয়, বাসস্থান থেকে আমাকে উচ্ছেদ করা হবে, যা একেবারেই বে-আইনি এবং অমানবিক। আমি রাষ্ট্রের কাছে সুবিচার চাই’- বলেন আরাফাত আলম ভূঁইয়া।
সারাবাংলা/এজেড