‘দাবি আদায়ে শ্রমিকদের সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে’
২৫ নভেম্বর ২০২২ ২৩:১৪
ঢাকা: শ্রমিকদের দাবি আদায়ে আজকের দিনে শ্রমিক-কর্মচারীদের সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
শুক্রবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অতীত ও বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘আজকে আমরা সারা বিশ্বের মন্দা নিয়ে কথা বলছি। আমরা এই মুহূর্তে দুর্ভিক্ষের কথা স্মরণ করছি। আজকে অর্থনৈতিক সংকট, ডলার সংকট, রেমিটেন্স সংকটসহ সবকিছুরই সংকট হচ্ছে। এই অবস্থায় আমাদের প্রধানমন্ত্রী বললেন জানুয়ারি মাসে সব ঠিক হয়ে যাবে। জানুয়ারি মাসে ডলার নিয়ে ভাবতে হবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ডলার আয় করে কে? আমার গার্মেন্টস শ্রমিকরা, আমার প্রবাসী শ্রমিকেরা। যে কাজ করে তাকে মজুরি দেব না, তাদের কথা শুনবো না, তাদের সম্মান করবো না। আর আমি মন্দা দূর করব। এ রকম হয় না।’
তিনি আরও বলেন, ‘গার্মেন্টস শিল্পের শ্রমিকদের বলা হয় এখন বায়ার কমে যাওয়ায় শ্রমিকদের শ্রমের দাম দিব কীভাবে? মালিকরা বলেন, আমরা তো শ্রমের দাম দিতে পারব না। আমি বলি তাহলে কি আমাদের গার্মেন্টস শ্রমিকেরা মরে যাবে? আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে? তাহলে আমার পাট চাষী কি এখন পাট চাষ বন্ধ করে দিবে? তা হতে পারে না।’
তাই আমি বলব, আজকের দিনে আমাদের দায় হলো- পাটকল শ্রমিক আন্দোলন, আজকে আমাদের দিনে দায়-গার্মেন্টস শ্রমিক আন্দোলন, আমাদের আজকের দিনে দায় হলো- সরকারি কর্মচারীদের যে আন্দোলন, দাবি আদায়ে সেই আন্দোলনকে সংগঠিত করা, ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাতে হবে।
এ সময় তিনি তরুণ, যুবকদের উদ্দেশ্যে বলেন, আজকে আমাদের মাঠে শ্রমিকদের পাশে, কৃষকদের পাশে দাঁড়াতে হবে।
সভায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, ‘আজকে অনেকে বলছেন ইপিজেড হচ্ছে, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, সেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা যাবে না, আমি একটি প্রশ্ন করতে চাই-আজকে সামগ্রিকভাবে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের একটি সংকট সৃষ্টি হয়েছে এবং সেই সংকটটাকে আমরা মেনে নিচ্ছি। মানুষের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের দাবি-দাওয়া উত্থাপন করার অধিকার, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার; সেই অধিকারটা পর্যন্ত আজকে কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু সাংবিধানিকভাবে এটা কেড়ে নেওয়ার অধিকার নেই। কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে। ফলে এই বিষয়গুলো আমাদের গভীরভাবে ভেবে দেখা দরকার।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী, খলিলুর রহমান, দিদারুল আলম প্রমূখ।
সভায় মূল পত্র উপস্থাপন করেন শরীফ শমশির।
আলোচনা সভায় প্রয়াত ছয় জন শ্রমিক নেতাকে স্মরণ করা হয়। তারা হলেন আবুল বাশার, শাফকুর রহমান মজুমদার, নাসিম আলী, এটিএম নিজামুদ্দিন, হাফিজুর রহমান ভূঁইয়া ও শফিউদ্দিন আহমেদ।
এতে প্রয়াত এই ৬ জন শ্রমিক নেতার কর্মময় জীবন তুলে ধরে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
সারাবাংলা/কেআইএফ/একে