Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রসিক নির্বাচন: জাপা প্রার্থী মোস্তফার মনোনয়ন দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২২ ১৫:০৮

মনোনয়ন দাখিলের পর নেতা-কর্মীদের নিয়ে বিজয় চিহ্ন দেখান মোস্তাফিজার রহমান মোস্তাফা, ছবি: সারাবাংলা

রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তাফা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান এই রসিক মেয়র।

ইভিএম এবং নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে জানিয়ে মোস্তাফিজার রহমান মোস্তাফা বলেন, ‘ইভিএমে ভোট গ্রহণের ক্ষেত্রে ফলাফল যা হবে তা মেনে নেওয়া হবে।’

দলীয় প্রার্থীতা নিয়ে জটিলতা কেটে যাওয়ায় দলের চেয়ারম্যান, মহাসচিব, কো-চেয়ারম্যানসহ সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান মোস্তফা। এ সময় আসন্ন নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের কোনো প্রার্থীকেই কম গুরুত্ব দিয়ে দেখছেন না বলে জানান এই জাপা প্রার্থী।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘এবারের নির্বাচনে মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২০৬ জনসহ মোট ২৮৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’

তিনি বলেন, ‘মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এখন পর্যন্ত জাপার প্রার্থীসহ ৫ জন মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৩৩ জন মনোনয়ন দাখিল করেছেন।’

সারাবাংলা/এনএস

রংপুর রসিক নির্বাচন

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর