Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবীনরাই নেতৃত্ব দিয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়বে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১২:১০

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আজকের নবীন অফিসাররাই হবে ’৪১ এর সৈনিক। তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে।

রোববার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ পরিদর্শন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকাল ১০টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আজকের নবীন অফিসাররাই হবে ’৪১ এর সৈনিক। তারাই বাংলাদেশে নেতৃত্ব দিয়ে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। আমরা সেই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবো।”

আমাদের সেনাবাহিনী দুর্যোগ-দুর্বিপাকে সবসময় সবসময় যথাযথ ভূমিকা পালন করে। তাই সশস্ত্র বাহিনীর সব সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান সরকারপ্রধান শেখ হাসিনা।

একইসঙ্গে সন্তানরা দেশের সেবায় সেনাবাহিনীতে যোগ দেওয়ায় নবীন কর্মকর্তাদের অভিভাবকদেরও প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন মেয়াদে সেনাবাহিনীকে যুগোপযোগী করার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে সিএমএইচগুলিকে আধুনিক করা, বিভিন্ন সেনানিবাসে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করাসহ সশস্ত্র বাহিনীতে আধুনিক সমরাস্ত্র সরবরাহ করার বিভিন্ন পদক্ষেপের তথ্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

নবীন ক্যাডটদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি আপনাদের জন্য দিনটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের। আজকের শপথের মধ্য দিয়ে দেশ মাতৃকার মহান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হল। যথাযথভাবে সেটা পালন করবেন বলে বিশ্বাস করি।

এসময় জাতির পিতার উদ্ধৃতি দেন প্রধানমন্ত্রী-‘‘আমি তোমাদের জাতির পিতা হিসাবে আদেশ দিচ্ছি, তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালবাসো, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, শৃংখলা রেখো; তাহলে জীবনে মানুষ হতে পারবা।

এবিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজেই আমি আশা করি; আমাদের নতুন ক্যাডেটরা একথা মনে রেখেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উপর দায়িত্ব পালন করবে। আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। জাতির পিতাই বলেছেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয় এবং আমরা তা যথাযথভাবে মেনে চলছি। সেইভাবেই আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি।

প্যারেড কমান্ডার মেজর নাইম হাসনাইনের নেতৃত্বে অফিসার ক্যাডেটরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করেন। এরপর রীতি অনুযায়ী নবীন অফিসারদের শপথ পড়ান ব্যাটেলিয়ন কামান্ডার কর্নেল সোহেল আহমেদ। পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।

চট্টগ্রামে শেখ হাসিনা, বিকেলে ভাষণ দেবেন জনসভায়

মিলিটারি একাডেমিতে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন শেখ হাসিনা। স্টেডিয়াম থেকে গাড়িতে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন। চট্টগ্রাম নগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি ১৬০ ফুট লম্বা নৌকার আদলে তৈরি সভা মঞ্চে ভাষণ দেবেন তিনি।

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সকাল ১০টার পর থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলের দিকে দলীয় নেতাকর্মী সমর্থকরা উৎসবমুখর পরিবেশে মিছিল সহকারে জনসভায় যোগ দিচ্ছেন।

সারাবাংলা/এনআর/এমও/ এনইউ

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর