ব্যাংকে ১০ লাখ টাকা জমায় গ্রাহককে কোনো প্রশ্ন নয়
৪ ডিসেম্বর ২০২২ ২০:৪২
ঢাকা: ব্যাংকে ১০ লাখ টাকা পর্যন্ত জমা রাখার ক্ষেত্রে গ্রাহককে কোনো ধরনের প্রশ্ন না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে ব্যাংকার্স সভায় ব্যাংকের প্রধান নির্বাহীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘সম্প্রতি দেখা গেছে, আমানতকারীরা ব্যাংকে টাকা জমা দিতে গেলে ব্যাংক থেকে সেই অর্থ নিয়ে নানা প্রশ্ন করে উৎস জানতে চান। এতে গ্রাহকরা জবাবদিহিতার মুখে পড়ে বিভ্রান্ত হচ্ছেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং এখন থেকে অন্তত ১০ লাখ টাকা পর্যন্ত জমা দিতে যাওয়া কোনো গ্রাহককে অতিরিক্ত প্রশ্নের মুখোমুখি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘হুন্ডির মাধ্যমে যাতে কোনো টাকা পাচার না হয় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি অব্যাহত রয়েছে।’
ইসলামী ব্যাংকের সমসাময়িক ঋণ অনিয়মের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম ব্যাংক। এখানে গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক। তদন্ত শেষ হলে তাদের পরিস্থিতি সম্পর্কে জানানো হবে।’
সারাবাংলা/জিএস/পিটিএম