‘সুমনের বাড়িতে নয়, স্মৃতিসৌধে গেলে চিত্রটা ভালো লাগত’
১৪ ডিসেম্বর ২০২২ ১৭:৫৭
ঢাকা: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস স্মরণ করছে। যদি দেখতাম আপনি আজ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন, সেই চিত্রটা বেশি ভালো লাগত। তার আগেই তিনি চলে গেছেন সাজেদুল ইসলাম সুমনের বাড়িতে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রসঙ্গত, সকালে মার্কিন রাষ্ট্রদূত রাজধানীর শাহীনবাগ এলাকায় বর্তমান সরকারের আমলে গুমের শিকারের অভিযোগ তোলা সাজেদুল ইসলাম সুমনের স্বজনদের সঙ্গে দেখা করতে যান।
ওবায়দুল কাদের বলেন, ‘বুদ্ধিজীবীরা স্বাধীনতা স্বাধীকার আন্দোলনে অনেকে অবদান রেখেছেন। সংগ্রাম করেছেন। সাংস্কৃতিক আন্দোলন করেছেন। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে। সেই বুদ্ধিজীবীদের একাংশ বাংলাদেশে পঁচাত্তরের পর স্বৈরশাসকদের তাবেদারি করেছে। স্বৈরশাসকদের দালালি করেছিল। সেই সুবিধাবাদী বুদ্ধিজীবীরা এই একাত্তর সালের ১৪ ডিসেম্বরের এই বুদ্ধিজীবী নয়। এটা মনে রাখতে হবে। সুবিধাভোগী, দালাল; চিনি আমরা তাদেরকে। স্বৈরশাসকদের দালাল।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘গুম নিয়ে কথা হয়। কই কেউ তো বলে না? এই যে হেফাজাতের শাপলা চত্বর সেখানে বলা হল ৬৭ জনকে গুম করে খুন করেছে শেখ হাসিনার সরকার। পরে সাংবাদিকরা তদন্ত করে দেখল, এদের অধিকাংশই মাদরাসায় পড়াশোনা করছে। সেই অবস্থায় এদের ছবি তুলেছে।’
এই ৬৭ জন এরা কি গুম হয়েছিল প্রশ্ন তুলে তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব আজকে ভোরবেলায় বুদ্ধিজীবী দিবসে তিনি সাজ্জাদুল সুমনের বাড়িতে গেলেন। ২০১৩ সালে গুম হয়েছে সুমন। আমি সবিনয়ে তাকে অনুরোধ করি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে কতজন গুম হয়? সে চিত্রটা কিন্তু আমরা সিএনএন’এ শুনেছি। কত জন নারী ধর্ষিত হয়, সেটাও আমরা দেখেছি। কতজন খুন হয় সেই চিত্র আমরা দেখেছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ আজ ১৪ ডিসেম্বর স্মরণ করছে। যদি দেখতাম আপনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন, সেই চিত্রটা বেশি ভালো লাগত। তার আগেই তিনি চলে গেছেন সুমনের বাড়িতে। আমাদের মাহফুজ বাবু কোথায়? মহানগর ছাত্রলীগের নেতা জিয়াউর রহমান, তাকে গুম করে খুন করেছে। সে আজও নিখোঁজ। চট্টগ্রামের মৌলভী সৈয়দ কিভাবে তাকে খুন করা হয়েছে? আমি স্মরণ করিয়ে দিতে চাই, যারা গুম নিয়ে কথা বলেন? ফরহাদ মজহার সাহেব নাকি গুম? কয়েক ঘণ্টা পরে দেখা গেল উনি খুলনা অভিমুখী বাসের মধ্যে।’
এ বিষয়ে তিনি আরও বলেন, ‘যিনি নিজে নিজেই চলে গেছেন, সেটা কি গুম? এইসব ঘটনা অনেক আছে। খুনের মামলা হয়েছে, মাদকের মামলা হয়েছে। তাই নিজেকে নিজেই নিখোঁজ করেছেন। বিএনপির এরকম অসংখ্য কর্মী আছে। মামলা থেকে রক্ষা পেতে নিখোঁজ। চকরিয়ার সালাহউদ্দিন, কত অভিযোগ তার বিরুদ্ধে। সালাহউদ্দিন গুম হয়েছে? নিজে নিজেই চলে গেল ইন্ডিয়া। এইসব গুমের কাহিনী মি. পিটার হাস আপনাদের জানা উচিত।’
১৯৭৭ সালে জিয়াউর রহমান বিমানবাহিনীর কত অফিসারকে গুম করে খুন করেছিল? এটা আজ জানতে হবে। কত সৈনিককে হত্যা করা হয়েছে, এইসব গুমের কাহিনী শুনে লাভ নেই বলেও মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরাপে বিএনপির মিশন ব্যর্থ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞা আরোপ করাবেন বাংলাদেশের ওপর, সেই মিশনও ব্যর্থ। আমির খসরুর মিশন ব্যর্থ। নিষেধাজ্ঞা দিতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে ২০টি দেশের ৭০ ইনডিভিজুয়াল এবং এন্টিটিজের বিরুদ্ধে। সেখানে বাংলাদেশ নাই।’
বিএনপির লবিস্ট নিয়োগ করার প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘টাকা পয়সা দিয়ে এসব করছেন? কোথা থেকে আসে? টাকা কারা দেয় টাকা? ব্যবসায়ী শিল্পপতি সব খবর আমরা জানি। খোঁজ-খবর আছে। দুবাই থেকে টাকা, বস্তায় বস্তায় টাকা; এত টাকার উৎস কোথায়। একটা মিটিং করেন, সাতদিন আগে থেকে পিকনিক পার্টি। উৎস কোথায়?’
শহিদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করেন এবং বুদ্ধিজীবীরা আমাদের চিন্তায় ও বিশ্বাসে বেঁচে থাকবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও বক্তৃতা করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আবদুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি এবং হুমায়ুন কবির।
সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।