৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
১৫ ডিসেম্বর ২০২২ ১০:৫৫
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোররাত পৌনে পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ হয়।
কুয়াশার তীব্রতায় মাঝ নদীতে আটকে পড়া দু’টি ফেরি বৃহস্পতিবার সকাল পৌনে দশটার দিকে ঘাটে ফিরেছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, গত মধ্যরাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। ফলে নৌ দুর্ঘটনারোধে আজ ভোর রাতে পৌনে ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে দু’টি ফেরি কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছিল।
পরে সকাল পৌনে দশটার দিকে কুয়াশার তীব্রতা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে ২ শতাধিক ছোট বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল। চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকেই যানবাহনগুলো পারাপার হচ্ছে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সারাবাংলা/এমও