চৌগাছা সীমান্ত থেকে ২কেজি সোনাসহ যুবক আটক
১৫ ডিসেম্বর ২০২২ ১২:৪০
যশোর: যশোরের চৌগাছা উপজেলার তিলকপুর সীমান্ত থেকে ১৮ টি সোনারবারসহ নাজমুল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয় বলে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক নাজমুল হোসেন চৌগাছর ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।
বিজ্ঞপ্তিতে যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম চৌগাছার তিলকপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তারা। মোটরসাইকেল চালক নাজমুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে সোয়েটারের মধ্যে লুকানো ১৮টি সোনারবার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন দুই কেজি এবং বাজার মূল্য দুই কোটি টাকা।
এ ছাড়া, জব্দকৃত সোনার বার ও মোটরসাইকেলসহ আসামিকে চৌগাছা থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/ইআ