Friday 11 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে বোমা ও বন্দুক হামলায় ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২ ১৭:৪৬

ছবি: বিবিসি

ইরাকের উত্তরাঞ্চলে বোমা ও বন্দুক হামলায় অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) দেশটির রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৯৩ কিলোমিটার দূরে তেল সমৃদ্ধ শহর কিরকুকের কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হামলার তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর পেছেনে ইসলামিক স্টেট গ্রুপকে দায়ী করেছেন এক কর্মকর্তা।

বিজ্ঞাপন

সংবাদ সংস্থা এএফপি’কে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চালাল আল-মাতার গ্রামের কাছে পুলিশ বহনকারী একটি ট্রাককে লক্ষ্য করে রোববার এই বোমা হামলা শুরু হয়। ছোট ছোট অস্ত্র দিয়েও হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ‘এই হামলায় একজন আততায়ী নিহত হয়েছেন এবং অন্য হামলাকারীদের খুঁজছি। হামলায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।’

এর আগে, গত বুধবার বাগদাদের কাছে সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিনজন ইরাকি সেনা নিহত হয়েছেন। ওই বোমাগুলো নিজেরা পুঁতে রেখেছিল বলে দাবি করে আইএস।

সারাবাংলা/এনএস

ইরাক

বিজ্ঞাপন
সর্বশেষ

একদিনেই বন্ধ কাটা ইলিশ বিক্রি
১১ অক্টোবর ২০২৪ ২২:২০

সম্পর্কিত খবর