ইবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ জয়
১৯ ডিসেম্বর ২০২২ ১৩:৫৩
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ এ আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল শাপলা ফোরাম নিরঙ্কুশ জয়লাভ করেছেন। এবছর বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল থেকে কেউই নির্বাচিত হয়নি। নির্বাচনে ২১৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে অধ্যাপক ড. অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপিপন্থী শিক্ষক প্যানেলের অধ্যাপক ড. এমতাজ হোসেন (৭২)।
এ ছাড়া ১৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার নির্বাচিত হয়েছেন। যার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতপন্থী সবুজ প্যানেলের অধ্যাপক ড. মিজানুর রহমান (১০৭)।
রোববার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটাররা ভোটাধিকার প্রদান করেন। মোট ৪০৪টি ভোটের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৫১ জন শিক্ষক।
আওয়ামী লীগপন্থী শাপলা ফোরাম প্যানেল থেকে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ (১৭৩), যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ (১৯৭), কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মাসুদ (১৭০) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সদস্য পদে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন (১৫০), অধ্যাপক ড. শেলীনা নাসরীন (১৪৯), অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (১৯৬), অধ্যাপক ড. বাকী বিল্লাহ (১৮৩), অধ্যাপক ড. মহব্বত হোসেন (১৮২), সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন (২০৭), এমএম নাসিমুজ্জামান (১৫২), সাজ্জাদুর রহমান টিটু (২০০), ফিরোজ আল-মামুন (১৫৯) ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম (১৬৬) নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক তপন কুমার জোদ্দার বলেন, এবারে ঐক্যের কারণেই মুলত আমাদের নিরঙ্কুশ জয় সম্ভব হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের দিকে বেশি নজর থাকবে।
সারাবাংলা/ইআ