Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সলিমপুর থেকে ১৮ মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৬:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা থেকে ১৮ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দেশীয় তৈরি একটি বন্দুক এবং চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. জাহাঙ্গীর আলমের (৪০) বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। ছিন্নমূল জঙ্গল সলিমপুরে সরকারি খাসজমি দখল করে অবৈধ বসতি বানিয়ে থাকেন জাহাঙ্গীর। এলাকায় তাকে সবাই ‘গিট্টু জাহাঙ্গীর’ হিসেবে চেনে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, নগরীর বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৮ মামলার আসামি জাহাঙ্গীর অবৈধ অস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরে ছিন্নমূল এলাকায় বসবাস করে আসছেন। ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করতেন।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ী এলাকা জঙ্গল সলিমপুর পাহাড়ে পাঁচটি মৌজায় প্রায় ৩১০০ একর সরকারি খাসজমি আছে। ‘চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন সেই খাসজমি দখল করে প্রায় তিন দশক ধরে সেখানে পাহাড় কেটে ও জঙ্গল সাফ করে প্লট বিক্রি করে আসছিল। নিম্ন আয়ের লোকজন সেই প্লট কিনে সেখানে বসতি ও দোকানপাট গড়ে তোলে, যার মধ্যে মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাও আছে।

জেলা প্রশাসন বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও সেখান থেকে তাদের সরাতে পারেনি। সর্বশেষ জনশুমারি অনুযায়ী ওই এলাকায় প্রায় ১৯ হাজার মানুষ বসবাস করে। সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সলিমপুর থেকে অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারি খাসজমিগুলো উদ্ধার করে সেখানে মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। গত জুলাই থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল।

বিজ্ঞাপন

উচ্ছেদ অভিযানে বেশকিছু ভূমি উদ্ধারের কথা জানানো হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে মাসখানেক অভিযানের পর থমকে যায় ওই উচ্ছেদ অভিযান কার্যক্রম।

সারাবাংলা/আরডি/ইআ

আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর