Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাব থেকে ১৭ ল্যাপটপ চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ১৮:৫৬

নেত্রকোনা: জেলার পূর্বধলা উপজেলার বাইঞ্জা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোববার (২৫ ডিসেম্বর) বিকালে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌফরোল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) রাতে এ চুরির ঘটনা ঘটে। শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার ঘটনার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রধান শিক্ষক রৌফরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী সবুজ মিয়া প্রতিদিনের মতো গতকাল শনিবার বিদ্যায়ের দায়িত্ব পালন করেছেন। পরে আজ রোববার সকালে বিদ্যালয়ের ৩ তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবে গিয়ে দেখেন কক্ষের তালা ভাঙা এবং ১৭টি ল্যাপটপ নেই।’

তিনি আরও বলেন, ‘নৈশ্য প্রহরীকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন— ওইদিন রাতে দায়িত্ব পালন করতে গিয়ে নিচ তলায় অফিস কক্ষে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। এই ফাঁকে চোরের সংঘবদ্ধ দলটি ল্যাপটপগুলো চুরি করে নিয়ে যায়। বিষয়টি ইউএনও মহোদয় এবং  পূর্বধলা থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।’

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইয়ার হোসেন বলেন, ‘বিষয়টি জানালে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জরুরি সভা শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হবে।’

পুর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বতর্মানে শিক্ষা প্রতিষ্ঠানে শীতকালীন ছুটি চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে নৈশ্যপ্রহরীদের প্রতিদিন উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে অধিকতর সতর্ক থাকতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭টি ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে এবং পুলিশ প্রশাসনকে খতিয়ে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানতে পেরে থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে পাঠানো হয়েছে। এ ব্যপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

সারাবাংলা/এনএস

নেত্রকোনা ল্যাপটপ চুরি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর