চট্টগ্রামের হালিশহরে ঘরে ঘরে জন্ডিস-ডায়রিয়া
২ মে ২০১৮ ১৪:১৪ | আপডেট: ২ মে ২০১৮ ১৭:৫৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর হালিশহরে পানিবাহিত ডায়রিয়া ও জন্ডিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হঠাৎ করে এসব রোগের প্রাদুর্ভাবের বিষয়টি খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধি দল হালিশহরের সবুজবাগ এলাকায় এসেছেন।
বুধবার (২ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা.আজিজুর রহমান সিদ্দিকী সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তার নেতৃত্বেও একটি টিম ঢাকার প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন।
সিভিল সার্জন বলেন, গত একমাসে ৩০২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী সীতাকুণ্ডের ফৌজদারহাটে সংক্রামক ব্যাধি হাসপাতালে (বিআইটিআইডি) চিকিৎসা নিয়েছেন। হেপাটাইটিস-ই জন্ডিসের ভাইরাস নিয়ে ১ মে পর্যন্ত ১২ জন রোগী ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বুধবার সবুজবাগ এলাকায় আরও ১১ জন জন্ডিসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
তবে হেপাটাইটিস-ই ভাইরাসের কারণে সংক্রমিত জন্ডিস নিরাময়যোগ্য বলে উল্লেখ করেন তিনি।
এই সিভিল সার্জন আরও বলেন, আমরা হালিশহরে বাসায় বাসায় যাচ্ছি। তারা কোথাকার পানি ব্যবহার ও পান করে, সেই পানির নমুনা সংগ্রহ করছি। তাদের জীবনযাত্রা দেখছি।
ওয়াসার সরবরাহ করা পানি থেকে এই রোগের প্রাদুর্ভাব কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো সেভাবে ভাবছি না। নমুনা পরীক্ষার পর জানা যাবে।
সারাবাংলা/আরডি/এমএইচ/এমআইএস