Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব বই মেলেনি, তবুও কমতি নেই আনন্দের

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩ ১৯:১৮

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: নতুন বছর। শিশুদের হাতে নতুন বই। স্কুলের মাঠজুড়ে শিশুদের হৈ-হুল্লোড়। কেউ ঘ্রাণ নিচ্ছে নতুন বইয়ের, কেউ হাত বুলিয়ে দেখছে, আবার কেউ মাঠেই পড়া শুরু করেছে। তবে সবার হাতে সব বই না পৌঁছালেও আনন্দের যেন কমতি নেই শিশু শিক্ষার্থীদের।

২০২৩ সালের প্রথম দিনে রোববার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুলে গিয়ে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন বই বিতরণ উৎসবে এ চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

বই উৎসবের দিন শিক্ষার্থীদের সবার হাতে সব বই পৌঁছেনি। মাধ্যমিকেও আসেনি চাহিদার অন্তত ২০ শতাংশ বই। সংশ্লিষ্টরা জানান, ডলারের মূল্যবৃদ্ধির কারণে কাগজের সংকট থাকায় সব বই ছাপানো যায়নি। এছাড়া লোডশেডিংয়ের কারণে এ বছর পাঠ্যবই মুদ্রণে প্রথম থেকেই ধীরগতি ছিল। তবে সব বই না পেলেও যাই পেয়েছে, তাই নিয়ে উৎসবে মেতেছে স্কুলের শিক্ষার্থীরা।

নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সকাল থেকেই ভিড় জমায় শিক্ষার্থী ও অভিভাবকরা। ভেতরে শুধু শিক্ষার্থীরাই ঢুকতে পারছিল। অভিভাবকদের দেখা যায় গেইটের সামনে ও রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে থাকতে। স্কুলের বই উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার আনোয়ার পাশা। এরপর স্কুলের কক্ষে কক্ষে শ্রেণিভিত্তিকভাবে শিক্ষার্থীদের দেওয়া হয় নতুন বই। বই পেয়ে কেউ ছুটে যায় মা-বাবার কাছে, কেউ সহপাঠীর সঙ্গে মেতে ওঠেন আলাপে।

ভোরের আলো ফুটতেই মাকে নিয়ে স্কুলে আসেন সপ্তম শ্রেণির ছাত্রী ফাইরুজ আনিকা। নতুন বই পেয়ে উৎসাহ নিয়ে তিনি সারাবাংলাকে বলেন, ‘অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হল। নতুন বই পেলাম, অনেক ভালো লাগছে।’

বিজ্ঞাপন
ছবি: সারাবাংলা

ছবি: সারাবাংলা

সবগুলো বই পেয়েছে কি না— জানতে চাইলে আনিকা বলেন, ‘ধর্ম ও সাধারণ বিজ্ঞান বই ছাড়া বাকি সব পেয়েছি। সেগুলো আগামী বুধবার দেওয়া হবে বলে শিক্ষকরা জানিয়েছেন।’

চাহিদা অনুযায়ী শিক্ষার্থীরা সব বই পেয়েছে কি না— জানতে চাইলে স্কুলটির প্রধান শিক্ষিকা শাহেদা আক্তার বলেন, ‘কিছু বই না আসায় সব দেওয়া হয়নি। কয়েকদিনের মধ্যে সেগুলো চলে আসবে। তখন দেওয়া হবে।’

নগরীর এনায়েতবাজারের সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, নতুন বই নিয়ে মাঠে খুশিতে মেতেছে শিশুরা। নতুন বইয়ের পাতা খুলে দেখছিলেন তামান্না, রাহি ও অর্পিতা। তারা বলেন, ‘গত কয়েকদিন ধরেই অপেক্ষা করছিলাম কখন স্কুলে আসব, কখন নতুন বই হাতে পাব। নতুন বই পেয়ে আমরা অনেক খুশি।’

চট্টগ্রাম সিটি করপোরেশন

রোববার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিউনিসিপাল মডেল হাইস্কুলে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

উৎসবের উদ্বোধন করে মেয়র বলেন, ‘জানুয়ারির প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।’

চসিকের শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী।

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম বই উৎসব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর