Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধের পর পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ১১:৩৯ | আপডেট: ২ জানুয়ারি ২০২৩ ১১:৪০

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় পৌনে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, নৌ দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশার তীব্রতা কেটে গেলে পুরনায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। ভোর রাত থেকে যাত্রী ও যানবাহনের চালকেরা ফেরি পারের অপেক্ষায় ছিল। ফেরি বন্ধ থাকায় ফেরিতে থাকা যাত্রী ও চালকদের শীতে ভোগান্তি পোহাতে হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর সিরিয়াল অনুযায়ী যানবাহন পার করা হচ্ছে।

সারাবাংলা/এমও

ঘন কুয়াশা টপ নিউজ ফেরি চলাচল বিআইডব্লিউটিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর