Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চলতি বছরেই বিএসএমএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট’

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৩ ২৩:৪৬

ঢাকা: চলতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বায়োব্যাংক প্রতিষ্ঠা ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট শুরু করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এখানে চলমান লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। এ জন্য সবার দোয়া চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ অক্টোবর এখানে এসে একটি ভাষণে বলেছিলেন, রক্ত শুধু দেওয়া নয়, রক্তের ওপর গবেষণা করতে হবে। গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অচিরেই বায়োব্যাংক প্রতিষ্ঠা করা হবে।’

বিজ্ঞাপন

সোমবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকে হেমাটোলজি বিভাগের শ্রেণিকক্ষে ‘নিউইয়ার সেলিব্রেশন অ্যান্ড ইয়ার প্ল্যান ডিকলারেশন’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে হেমাটোলজি বিভাগের বিগত বছরের কর্মকাণ্ড তুলে ধরা হয়। সেইসঙ্গে নতুন বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে নতুন চিফ রেসিডেন্টকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। রেসিডেন্টদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কিডনি ট্রান্সপ্ল্যান্ট নিয়মিত করছি। সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করছি। হেমাটোলজি বিভাগে রোগীদের চিকিৎসায় সময় বেশি লাগার কারণে ডে-কেয়ার সেন্টার চালুর চিন্তাভাবনা করছি। সুপার স্পেশালাইজড হাসপাতালে হেমাটোলজি বিভাগ খোলা ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।’

উপাচার্য বলেন, ‘আমরা হেমাটোলজিক্যাল টেস্ট, নিউবর্ন স্ক্রিনিং, অ্যাবনরমালিটি ডিটেকশন, ফিস্ট টেস্ট, কোলোরেকটরাল কারসিনোমা রোগের ওপর গবেষণা করছি। গবেষণার জন্য বাজেটের বাইরে আরও ২৫ কোটি টাকা দেওয়া হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ইয়াং জেনারেশন চিকিৎসকদের টেলিকনসালটেশন, কোলাবোরেশন ট্রেনিং প্রোগাম এবং টেলি হেলথে অংশ নিতে হবে। এসব যদি করতে পারি তবে আমরা স্মার্ট সিটিজেন হব, স্মার্ট বাংলাদেশ হবে এবং স্মার্ট হেলথ হবে। এ বছর বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করার পাশাপাশি রোবটিক সার্জারিও চালু করব।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ প্রমুখ। এছাড়াও হেমাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর