রাজধানীর সড়কে অভিযান, ১০ চালককে কারাদন্ড
২ মে ২০১৮ ১৭:১৪
।।সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: সড়কে শৃঙ্খলা ফেরাতে বেপরোয়া গতিতে গাড়ি চালনা ও ফিটনেস বিহীন গাড়ি বন্ধে যৌথ রাজধানীতে যৌথ অভিযানে ১০ চালককে কারাদন্ড দিয়েছেন ভ্র্রাম্যমান আদালত। এছাড়া ২৪ টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৫৩ হাজার টাকা জরিমানাও করে আদালত।
বুধবার (২ মে) দুপুর ১২টা থেকে শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত রাজধানীর মিরপুর ১, ২, ১০ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-কমিশনার (এডিসি) আবু তোরাব মোঃ শামসুর রহমান।
অভিযান শেষে এডিসি শামসুর রহমান বলেন, ডাম্পিং গাড়ি কোন ভাবেই ফেরত দেওয়া হবে না। এরকম গাড়ি পর্যায়ক্রমে আরও ডাম্পিং করা হবে। সড়ক ফাকা থাকায় রাস্তায় চালকরা গাড়ি চালাচ্ছিলেন বেপরোয়া গতিতে। তাই ১০ চালককে কারাদন্ড দেওয়া হয়েছে।
সারাবাংলা/ইউজে/এমএস